একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিরা শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনের শপথ কক্ষে দশম সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নতুন এমপিদের শপথ পাঠ করান।
সংবিধান অনুযায়ী, বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ সংসদে সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি আগে এমপি হিসেবে শপথ গ্রহণ করেন। স্পিকার নিজেই নিজের শপথ পড়ান। পরে নির্বাচিত অন্যদের শপথ পড়ান। শপথ শেষে সরকার ও বিরোধী দলের সদস্যরা বৈঠক করে নিজেদের সংসদ নেতা নির্বাচন করবেন।
প্রসঙ্গত, আগামী ২৮ জানুয়ারি চলতি দশম সংসদের মেয়াদ শেষ হবে। ২০১৮ সালের ৫ জানুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে গঠিত দশম সংসদের প্রথম অধিবেশন ২৯ জানুয়ারি শুরু হয়েছিল।