বিজয়ী দশমীর দিন দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ও আশাশুনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান।
গতকাল ২৪ অক্টোবর দশমীর দিনে বিকালে পুলিশ সুপার সাতক্ষীরা কাজী মনিরুজ্জামান পিপিএম এঁর নির্দেশনা মোতাবেক কুলিয়া ইউনিয়নের সার্বজনীন পূজামণ্ডপ ও মায়ের বাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান। পরিদর্শন কালে সজীব খান মন্ডপে আগত ভক্ত ও দর্শনার্থী দের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।পরে সেখান থেকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাাসন ও অর্থ) সজীব খান আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে যান পূজামণ্ডপ পরিদর্শন করতে।এসময় তিনি বুধহাটার শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির ও মায়ের বাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শন কালে আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার, দেবহাটা থানার ওসি বাবুল আক্তার সহ সংশ্লিষ্ট পূজামন্ডপে র পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।