মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিজয় দিবস কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার ঢাকা কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে নৌবাহিনী ৫০-২৭ পয়েন্টে সেনাবাহিনীকে হারিয়ে শিরোপা ঘরে তোলে। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি।
এ সময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো: হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)।