ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র সাতক্ষীরার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের সেরা বিশ্ববিদ্যালয় নয় এটি এ জনপদের সভ্যতা ও ঐতিহ্যের আইকন। তিনি উপস্থিত সকলের দায়িত্ব সম্পর্কে সচেতন করেন এবং প্রকৃত জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার উদাত্ত আহবান জানিয়ে আরও বলেন, বিদ্যা শিক্ষার ডিগ্রী থাকলেও জ্ঞানের কোন ডিগ্রী নাই, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আরও বেশি জ্ঞান অর্জন করে দেশ প্রেমিক হিসেবে দেশের সার্বিক কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে হবে।
তিনি শুক্রবার সন্ধ্যায় শহরতলীর আব্বাস গার্ডেনে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা এর “প্রাণের মাঝে আয়” শিরোনামের স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সাবেক ছাত্র সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান-পিপিএমবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ আমানুল্লাহ আল হাদী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও কলারোয়া সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুজ্জামান মুকুল।
প্রধান অতিথি জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান আরও বলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বয়স সাড়ে ৮ শ’ বছর, হার্ভাড বিশ্ববিদ্যালয়ের বয়স ৩২৫ বছর, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স ৯৯ বছর হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষা দীক্ষার ক্ষেত্রে নয়, এদেশের ইতিহাস গঠনে আন্দোলনে সংগ্রামে যে অনবদ্য ভূমিকা রেখেছে তাতে গুরুত্বের দিক থেকে আমাদের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাব ইউরোপ, আমেরিকার অক্সফোর্ড-হার্ভাডের থেকেও অনেক বেশি।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র সাতক্ষীরার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এর হাতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন সাতক্ষীরা  জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান-পিপিএমবার।

এছাড়া প্রধান অতিথি স্মরণিকার মোড়ক উন্মোচন করেন এবং কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন সাতক্ষীরার কৃতি সন্তান লিনেট ফাইন আর্টস একাডেমির পরিচালক ও খুলনা বেতারের মিউজিক ডাইরেক্টর আবু আফ্ফান রোজ বাবু,      জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মুনিম এবং জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের মুজিববর্ষে বঙ্গবন্ধুকে উৎসর্গীকৃত কবিতা ‘সময় এখন দেশ গড়ার’ আবৃতি করেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সাতক্ষীরার যুগ্ম-জেলা ও দায়রা জজ মোখলেছুর রহমান,ঢাবির সাবেক ছাত্র ও  রাজশাহী শারদা পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ  সুপার জাহিদ মাহমুদ,মাগুরা সরকারি কলেজের প্রভাসক আবু তালেব, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মন্ডল, সহকারী জজ মো. মারুফ হাসান ও সহকারী জজ ইমরান আহমেদসহ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা এর সদস্যবৃন্দ। 

Patrodut net





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন