শেখ আরিফুল ইসলাম : জেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রথমবারের মত সাতক্ষীরা সরকারী হাইস্কুলের পিছনে অবস্থিত দিনেশ কর্মকারের জমিতে অবস্থিত বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যদিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ সময় বধ্যভূমিতে ফুল দিয়ে শহিদদের স্মরণ করা হয়।
এরআগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো.সাজ্জাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মুুুহাম্মদ  ইলতু  মিশ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, এডিসি রাজস্ব মাহমুদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লাইলা পারভিন সেজুঁতি। সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল উক্ত বধ্যভূমিটি সংরক্ষণে তরিৎ ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। সভায় মুক্তিযোদ্ধা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মোশফিকুর রহমান মিল্টন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন