মাস্ক না পরে অযথা রাস্তায় ঘোরাঘুরি করায় দুই জন কে ২০০ টাকা হারে জরিমানা করা হয়েছে। সুত্র জানায় সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার কার্যালয়ের সামনে মাস্ক না পরে অযথা ঘুরাঘুরি করছিলো দুজন ব্যক্তি। বিষয়টি সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার আসাদুজ্জামানের দৃষ্টিগোচর হলে তিনি তৎক্ষনাৎ তাদের প্রত্যেককে দুই শ টাকা করে জরিমানা প্রদান করেন এবং তাদের কে সতর্ক করে দিয়ে বলেন প্রথমবার ক্ষমা সুন্দর দৃষ্টিতে ২০০ টাকা জরিমানা করা হলো কিন্তু দ্বিতিয়বার যদি মাস্ক বিহীন রাস্তায় দেখি তাহলে আপনাদের কে ১ লক্ষ টাকা করে জরিমানা প্রদান করা হবে নতুবা ৬ মাসের জেল প্রদান করা হবে।
এবিষয়ে সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান আপডেট সাতক্ষীরা কে জানান সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক করোনা ঠেকাতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে। তিনি সবাই কে মাস্ক পরে রাস্তায় চলাচল করার আহবান জানান।