বিভাগীয় পর্যায়ে মৌসুমি প্রতিযোগিতার সমাপনী, সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ (বুধবার) বিকালে খুলনার বয়রা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার জন্য সকল প্রতিযোগিতাই গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মেধার বিকাশ ঘটবে। পড়াশুনার প্রতি শিক্ষার্থীদের বেশি যত্মবান হতে হবে। তিনি বলেন, সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। মাদক থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে হবে। এজন্য অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিশুদের অধিকার বাস্তবায়নে পিতামাতা, পরিবার ও সমাজের প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নড়াইল জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ওয়ালিউর রহমান। স্বাগত জানান খুলনা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম। এসময় বিভিন্ন জেলার শিশু বিষয়ক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।
দলীয় অভিনয়, দেয়ালিকা, উপস্থিত বিতর্ক, দেশাত্মবোধক, জ্ঞান জিজ্ঞাসা ও দলীয় লোকনৃত্য এই ছয়টি প্রতিযোগিতায় খুলনা বিভাগের ১০ জেলার প্রায় দুইশত ৪০ জন শিক্ষার্থী অংশ নেন।