
কিশোর: বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪জুলাই)বেলা ১১টাঙ জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার পরিকল্পনা অফিসের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়। জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক রওশন আরা জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন,জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা সিভিল সার্জন ডা: মো:আব্দুস সালাম ও জেলা জামায়েত আমির শহিদুল ইসলাম মুকুল। এসময় সেখানে উপস্থিত ছিলেন,জেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান,এডি (সিসি) ডা.প্রবীর মুখার্জি,সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মফিজুর রহমান, ডা:লিপিকা বিশ্বাস সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে স্টাফ দের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।
