
সাতক্ষীরায় প্রতিবন্ধি স্কুল পরিদর্শন করেছেন জেলার ডেপুটি কমিশনার জনাব এসএম মোস্তফা কামাল। গতকাল দুপুরে শহরের মুন্সিপাড়া রোডে অবস্থিত বুদ্ধি প্রতিবন্ধি স্কুল পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক বলেন বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যানে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধীদের আর সমাজের বোঝা মনে করা যাবে না। তাদের উপযুক্ত প্রশিক্ষনের মাধ্যমে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন লেখাপড়া ছাড়া কেউ বড় হতে পারেনা। মনযোগ সহকারে পড়াশুনা করতে হবে। পরে তিনি কিছু সময় শিক্ষার্থীদের পাঠদান করেন। এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
