সাতক্ষীরা ডিবি পুলিশ অপরাধ দমনে বিশেষ অবদান রেখে চলেছে। একের পর এক সফল অভিযান চালিয়ে জেলার সর্বস্থরের মানুষের সুনাম অর্জন করে চলেছেন।সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব আলী আহমেদ হাশমী যোগদানের পর থেকেই সাতক্ষীরায় সর্বকালের সব চাইতে বড় চালান ২৫ হাজার পিস ইয়াবার চালান আটক সহ জেলার বড় বড় সন্ত্রাসী আটক,রেকর্ডব্রেক পরিমান অস্ত্র উদ্ধার ও জঙ্গী আটক করে জেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রেখে চলেছেন।
এই ধারাবাহিকতা অব্যহত রাখতে গতকাল বুধহাটায় ইউনিয়ন পরিষদ সদস্যের উপর ফিল্ম স্টাইলে হামলা করা সেই বখাটে ও তার সহযোগী দের কে ২৪ ঘন্টার মধ্যে আটক করতে সক্ষম হয়েছে সাতক্ষীরা ডিবি পুলিশ।
সূত্র জানায়, সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে আশাশুনির বুধহাটা ইউনিয়ন পরিষদ সদস্যের কাছে চাঁদাদাবী ও না দেওয়ায় মারধোর করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. ইমন হোসেন(২০) নাহিদ হোসেন(১৯) ও আব্দুল্লাহ নামের ৩ জনকে আটক করেছে। আটককৃতদের নামে সাতক্ষীরার আশাশুনি থানায় চাঁদাবাজীর মামলা হয়েছে।মামলা নাম্বার ৩১ তাং ২৫/০৮/২০১৯খ্রিষ্টাব্দ।
রোববার(২৫ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার পাটকেলঘাটা বাজার থেকে ডিবির ইন্সপেক্টর হারান চন্দ্র পালের সার্বিক সহায়তায় সেকেন্ড অফিসার রিয়াদুল ইসলামের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর হাফিজুর ,সাব-ইন্সপেক্টর মিজান, এ.এস.আই বিষ্ণু কুমার ঘোষাল , এ.এস.আই শরীয়াতুল্লাহ ও সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করে।
মাটপিটের ভিডিও টি দেখতে ক্লিক করুন:https://web.facebook.com/1097067257079185/videos/2950658224976240/
আটককৃতরা হলো ,বুধহাটা গ্রামের মো. হাতেম আলী সরদার ছেলে ইমন হোসেন ,একই গ্রামের আবদুল মান্নান ছেলে নাহিদ হোসেন ও বুধহাটা গ্রামের মো :আবদুল্লাহ ।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি)আলী আহমেদ হাশমী আটকের বিষয়টি নিশ্চিত করে আপডেট সাতক্ষীরা কে বলেন,গত সোমবার (১৯ আগস্ট) সাতক্ষীরার আশাশুনির বুধহাটা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য মো. মতিয়ার রহমানের কাছে চাঁদা দাবি করলে তিনি দিতে নারাজি হয়।
পরবর্তীতে তাকে বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইমন হোসেন তার সঙ্গীয় ২ সহযোগী মিলে সাতক্ষীরা-আশাশুনি সড়কের উপর ইউপি সদস্যের চলন্ত মোটরসাইকেল থামিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও পরে ফিল্ম স্টাইলে মারধোর করে।
ইউপি সদস্যের মারধোরের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।যা ভাইরাল সৃষ্টি হয়।তারই পরিপেক্ষিতে বিষয়টি সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নজরে আসলে তিনি ডিবি কে নির্দেশ দেন সন্ত্রাসীদের কে আটক করতে।।পরে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে ডিবি পুলিশ সন্ত্রাসীদের কে আটক করতে সক্ষম হন । এ ব্যাপারে আশাশুনি থানায় আজ সকালে একটি মামলা দায়ের হয় ।