বেনাপোল বন্দরের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন স্থলবন্দরের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী

দ্বারা zime
০ মন্তব্য 185 দর্শন

 

বাংলাদেশ ও ভারতের মধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির গতিশীতা ও রাজস্ব বৃদ্ধিসহ স্থলবন্দরের জায়গা সংকট এবং যানজট নিরসনের লক্ষ্যে ও ইকুপমেন্টসসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন এবং বেনাপোল স্থলবন্দরের সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতে মঙ্গলবার দুপুরে বন্দরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থল বন্দর চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী। পরে তিনি বন্দর প্যাসেঞ্জার টার্মিনালে বন্দর ব্যাবহারকারী বিভিন্ন সংগঠনের সাথে সমস্যা সমাধান ও উন্নয়ন অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা করেম।

এদিন বিকালে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ভবনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জিল্লুর রহমান চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের ভারপ্রপ্ত পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল, উপ-পরিচালক রেজাউল করিম, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, সহ-সভাপতি খায়রুজ্জামান মধু, কামাল উদ্দিন শিমুল, যুগ্ম সম্পাদক আবু তাহের ভারত ও মহাসিন মিলন,বন্দর বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন, চেকপোস্ট আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক হোসেন উজ্জল,বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিউর রহমান মতি, সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান,বেনাপোল ইমিগ্রেশনের ইনচার্জ পরিদর্শক বুরহান উদ্দিন প্রমুখ।


এ সময় বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন অবকাঠামো নিয়ে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে ব্যবসায়ী সংগঠন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন দাবী-দাওয়া পেশ করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন