মাহফিজুল ইসলাম আককাজ: দাঁতভাঙ্গা মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন এবং বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের নতুন পদযাত্রা উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ মে) দুপুরে সদরের বৈকারী ইউনিয়নের কাথন্ডা এলাকায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ শিক্ষক কর্মচারীদের আয়োজনে ম্যানেজিং কমিটির সভাপতি ও বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের নতুন পদযাত্রা শিক্ষকদের প্রচেষ্টা ও শিক্ষার্থীদের একাগ্রতা দিয়ে ভাল ফলাফলের মধ্য দিয়ে কলেজটিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই সাথে কলেজের সার্বিক উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান এবং সদরের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে রুপ দিতে শিক্ষার্থীদের আরো বেশি মনোযোগি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের সার্বিক উন্নয়নে আমার পক্ষ থেকে সর্বাত্বক সহযোগিতা থাকবে।’
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জাহিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কওছার আলী, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান প্রমুখ। উল্লেখ্য যে, এ মহাবিদ্যালয়টি ১৯৭৪ সালে প্রতিষ্ঠা লাভ করে। ১৯৭৯ সালের পরে কলেজটি বন্ধ হয়ে যায়। ২০০৪ সালে আবারও চালু হয়। এর পর এলাকার গন্যমান্য ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টায় এমপি রবির হস্তক্ষেপে কলেজটি মাথা উঁচু করে দাড়িয়েছে। এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজপরিচালনা কমিটির সদস্য, শিক্ষক –শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ও ইংরেজি প্রভাষক মো. ইবাদুল ইসলাম।