পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ (৩য় ধাপ) ভোটগ্রহণ উপলক্ষ্যে আইন শৃংখলা বিষয়ক ব্রিফিংয়ে অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে সাতক্ষীরা থানা চত্বরে গ্রাম চৌকিদার ও আনসার বাহিনীর ফোর্সদের নির্বাচন কেন্দ্রে যাওয়ার প্রাক্কালে আইন-শৃংখলা বিষয়ক নির্বাচনী ব্রিফিং প্রদান করেন সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ জনাব মো:মোস্তাফিজুর রহমান।নির্বাচনী ব্রিফিংয়ের আয়োজন করে সাতক্ষীরা সদর থানা পুলিশ।উক্ত নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো:মোস্তাফিজুর রহমান।
নির্বাচনী ব্রিফিংয়ে ওসি আনসার-গ্রাম চৌকিদার ও কেন্দ্রে দায়িত্বরত পুলিশ ফোর্স দের উদ্যেশ্যে বলেন, ২৪ মার্চের উপজেলা নির্বাচন হবে সাতক্ষীরার মাটিতে আর একটি রোল মডেল নির্বাচন।এখানে ভোটাররা ভোট দিতে আসবেন নির্ভয়ে ও নির্বিঘ্নে। শান্তিপূর্ণ ভাবে পছন্দের ভোটার কে ভোট দিয়ে ভোটাররা বাড়ি চলে যাবেন।
তিনি বলেন, ব্যালোট বাক্সে হাত দিলে তার হাত ভেঙে দেওয়া হবে।আমরা (আইন-শৃংখলা বাহিনী)সকল ভোটারদের নিচ্ছিদ্র নিরাপর্ত্তা নিশ্চিত করবে।
ব্রিফিংয়ে তিনি আরো বলেন, কোন মহল বা ব্যক্তি যদি ভোট কেন্দ্রে এসে ভোটার দের প্রবাভিত করার চেষ্টা করে বা কেন্দ্রে কোন পক্ষ কে জেতানোর বা হারানোর চেষ্টা করে বা ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে,আমি তাদের কে সর্তক করে দিয়ে বলতে চাই তাদের পরিনতি হবে খুব ভয়াবহ।বিশৃৃংখলা করলে তারা কেন্দ্র থেকে প্রাণ নিয়ে বাড়ি যেতে পারবেনা।
তিনি আরো বলেন,জেলা রির্টানিং অফিসার এসএম মোস্তফা কামাল ও জেলা পুলিশ সুপার মো:সাজ্জাদুর রহমান বিপিএম এঁর নির্দেশনা মোতাবেক রবিবার থেকে সদর উপজেলার ১৪ টি কেন্দ্র সহ পৌরসভায় প্রত্যেকটি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ করা হবে।কোন রকম ভয়ভীতির উর্দ্ধে থেকে পেশাগত দায়িত্ব পালন করার জন্য ওসি মোস্তাফিজুর রহমান সবাই কে আহবান জানান।
ব্রিফিং অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো:মহিদুল ইসলাম,সদর থানার ইন্সপেক্টর(অপারেশন্স) মো:সেকেন্দার আলী,সদর থানার ইন্সপেক্টর ইন্সপেক্টর (ইন্টেলিজেন্সি) মো:আবুল কালাম আজাদ,সদর থানার সেকেন্ড অফিসার মো:নজরুল ইসলাম সহ ভোটকেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত এসআই ও এএসআই গণ।