সিটিজেন জার্নালিষ্ট,সাতক্ষীরা::সাতক্ষীরা জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জনাব এসএম মোস্তফা কামাল বলেছেন, ভূমি অফিসার সকল কার্যক্রম হবে কাঁচের মত স্বচ্ছ।কোন রকম ঘুষ,অনিয়ম ভূমি অফিসে চলবেনা।যদি কোন ব্যক্তি জেলা প্রশাসকের কাছে এসে অভিযোগ দেন, যে ভূমি অফিসের ওমুক কর্মচারী ঘুষ নিয়েছে,তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।বৃহম্পতিবার দিনভোর দেবহাটা উপজেলার ইউনিয়ন ভূমি অফিস, কালিগঞ্জ উপজেলার ইউনিয়ন ভূমি অফিস,আশাশুনি উপজেলার ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক উপরোক্ত কথা গুলো বলেন।
সূত্র জানায়, বৃহম্পতিবার সকালে কোন রকম পরিকল্পনা ছাড়াই আকস্মিক পরিদর্শনে যান জেলা প্রশাসক জনাব এসএম মোস্তফা কামাল।সাতক্ষীরা সদর উপজেলা সহ কালিগঞ্জ,দেবহাটা ও আশাশুনির ৭-৮ ইউনিয়ন ভূমি অফিসে হানা দেন জেলা প্রশাসক।এসময় ইউনিয়ন ভূমি অফিসের চলমান কর্মকান্ডের বিভিন্ন রেকর্ড ও নথিপত্র পরিদর্শন করেন।পরিদর্শন শেষে জেলা প্রশাসক তার সরকারি ফেইজবুক Dc Satkhira Mostafa kamal আইডিতে লিখেছেন ভূমি অফিসে সেবা নিতে গিয়ে জনগনের কোনরূপ হয়রানীর বিষয় জানতে পারলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।