সাতক্ষীরা-২ আসনের ১৩৭টি কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে ইভিএমে অনুশীলনমূলক ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আগ্রহ নিয়ে প্রযুক্তির মাধ্যমে ভোটের প্রশিক্ষণ নিচ্ছেন ভোটাররা। সব বয়সের ভোটারদের মধ্যেই ইভিএম নিয়ে দেখা গেছে ইতিবাচক প্রতিক্রিয়া।

তরুণ ভোটার মুজিবুর রহমান  বলেন, ইভিএমে ভোটগ্রহণ অনেক সহজ, সময়ও কম লাগে। এছাড়া ভোট কারচুপিরও কোন সুযোগ নেই। আমরা সুন্দরভাবে ভোট দিতে পারবো।
মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন বলেন, ইভিএমের মাধ্যমে জাল ভোট দেয়ার সুযোগ নেই। ভুল হলে সংশোধনের ব্যবস্থা আছে।

এদিকে রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ইভিএমে অনুশীলনমূলক ভোটগ্রহণ পরিদর্শন করতে বৃহম্পতিবার সকালে শহরের কয়েকটি স্কুলে যান।তিনি স্কুলে গিয়ে দেখতে পান প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পলিং অফিসারগণ ভোটারদের কে ইভিএমে ভোট প্রদান করা শেখাচ্ছেন।রির্টানিং অফিসার ইভিএমে অনুশীলনমূলক ভোটগ্রহণ কর্মসূচী পরিদর্শন শেষে সাংবাদিকদের কে বলেন, ৩০ ডিসেম্বর ২০১৮ তারিখ সকল ভোটার যেন ভালোভাবে ভোট দিতে পারে সেজন্য এ প্রশিক্ষণের ব্যবস্থা।তিনি বলেন, ইভিএমে ভোটগ্রহণ পদ্ধতি অনেক সহজ। সাতক্ষীরা-২ আসনে ৬৯৮টি বুথে একটি করে ইভিএম থাকবে।তিনি আরো বলেন, কোন মেশিন সাময়িকভাবে বিকল হয়ে গেলে সাপোর্টিং হিসেবে আরেকটি মেশিন থাকবে। এতে কোনো সমস্যা হবে না।এসময় জেলা রির্টানিং অফিসারের সাথে সদর উপজেলার সহকারী রির্টানিং অফিসার ও নির্বাহী অফিসার তহমিনা খাতুন উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন