৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ডুমুরিয়া উপজেলায় ভোট কেন্দ্রে নিয়োজিত পুলিশ এবং আনসার সদস্যসহ প্রিজাইডিং অফিসারদের নির্বাচনী ব্রিফিং প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা শাহনাজ বেগমের সভাপতিত্বে ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা রির্টানিং অফিসার ও খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন,ব্রিফিং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম প্রমূখ।ডুমুরিয়া উপজেলা নির্বাচন অফিস এই ব্রিফিং প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন।ব্রিফিংয়ে প্রধান অতিথি ও জেলা রির্টানিং অফিসার মোহাম্মদ হেলাল হোসেন বলেন ডুমুরিয়ার প্রত্যেকটি কেন্দ্রে ভোট হবে অবা, সুষ্ঠ ও নিরপেক্ষ।তিনি বলেন ঐ দিন উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলবে।কোন ব্যক্তি বা গোষ্টি যদি ভোট ডাকাতির চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে প্রশাসন আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করবে।সুতরাং সবাই নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটের দিন ভোট দিয়ে যাবেন।
ব্রিফিংয়ে বিশেষ অতিথি ও খুলনা জেলা পুলিশ সুপার জনাব এসএম মোস্তফা কামাল বলেন ভোটকেন্দ্রের আসেপাসে কয়েকটি স্থরের নিরাপত্তা বলয় থাকবে।ভোট কেন্দ্রে কেউ অরাজকতার চেষ্টা করলে সে তার জীবন নিয়ে বাড়ি যেতে পারবেনা।আমরা সকল প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার দের কে নিচ্ছিদ্র নিরাপত্তা প্রদান করবো।সুতরাং সবাই নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে চলে যেতে পারবেন।তিনি আরো বলেন ভোটের আগের দিন থেকে ভোট পরবর্ত্তী সময় ও ভোটের পরের দিন সহিংশতা এড়াতে খুলনা জেলা পুলিশ সব সময় তৎপর থাকবে।ব্রিফিং অনুষ্ঠানে ডুমুরিয়া সার্কেলের এডিশনাল এসপি, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব,পাইকগাছা থানার ইনচার্জ জনাব এমদাদুল হক শেখ সহ বাহিরের জেলা থেকে আগত ভোট কেন্দ্রের দায়িত্বরত পুলিশ অফিসারগণ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।