খুলনা বি-সার্কেলের এডিশনাল এসপি সজিব খান বলেছেন  ভোট কেন্দ্রে অরাজকতা করার চেষ্টা করলে তার বিষদাঁত ভেঙে দেওয়া হবে।কেন্দ্রে কোন রকম অনিয়ম বা দূর্নীতি চলবে না।পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আগামী ২৪ শে মার্চ ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জনগণ ভোটকেন্দ্রে গিয়ে পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। সবকটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন থাকবে। যদি কোন প্রার্থী কিংবা তাদের লোকজন ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি অথবা জনসাধরণকে ভোট দিতে বাঁধা দেয় তাহলে দায়িত্বরত কর্মকর্তাদের জানালে অবশ্যই অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভোটগ্রহণকে কেন্দ্র করে র‌্যাব-পুলিশ-বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর টহলের পাশাপাশি ভ্রাম্যমান আদালত পরিচালনার দায়িত্বে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাই নির্ভয়ে স্ব-স্ব ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের জন্য জনসাধারণের প্রতি আহবানও খুলনা বি-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব সজিব খান।

বৃহম্পতিবার বিকালে ডুমুরিয়ার বিভিন্ন এলাকায় মটোর সাইকেল মোহড়া শেষে এক সংক্ষিপ্ত পথ সভায় তিনি এসব কথা বলেন।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মো:আমিনুল ইসলাম বিপ্লবের নেতৃত্বে একটি মটর সাইকেল মোহড়ার র্্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নির্বাচনী ব্রিফিং প্রদান করেন খুলনা বি-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান।ডুমুরিয়া থানা পুলিশের আয়োজনে ২৫-৩০ টি মটর সাইকেলের নাশকতা বিরোধীর্্যালিটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডুমুরিয়া থানায় ফিরে আসেন।এসময় ডুমিরিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) পুস্পেন দেবনাথ সহ থানার সকল সাব-ইন্সপেক্টর গণ ও সহকারি সাব-ইন্সপেক্টর গণ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন