বৃহস্পতিবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অধীনস্থ ভোমরা স্থলবন্দরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।। স্বাাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের বিভিন্ন কর্মসূচি হিসেবে সকাল ৮ টায় বন্দরের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করেন ভোমরা ল্যান্ডপোর্টের উপপরিচালক(প্রশাসন) জনাব মোঃ রেজাউল করিম।পরে ভোমরা ল্যান্ডপোর্টের উপপরিচালক(প্রশাসন) জনাব মোঃ রেজাউল করিমের নেতৃত্বে জাতীর পিতার স্মরণে এক শোক র্্যালি বের করা হয়।এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, বিশেষ আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ভোমরা ল্যান্ডপোর্ট ডিডি(এডমিন) রেজাউল করিম।
এ ছাড়া বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ খাবার (খিচুড়ি) বিতরণ করা হয়। জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন ভোমরা ল্যান্ডপোর্ট।এসময় ভোমরা স্থলবন্দর কতৃপক্ষের সকল স্টার্ফ, এপিবিএন সদস্যগণ উপস্থিত ছিলেন।