ভোমরা স্থলবন্দর, সাতক্ষীরা স্থাপনাটি (কেপিআই-১গ-১৬১) কেপিআই সার্ভে টিম কর্তৃক সার্ভে/জরিপ করতঃ সুপারিশ সহ প্রতিবেদন দাখিলের নিমিত্ত বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স এন্ড ক্রাইম), খুলনা ও চেয়ারম্যান, কেপিআই সার্ভে টিম, খুলনা রেঞ্জ, খুলনা জনাব এ কে এম নাহিদুল ইসলাম, বিপিএম।
বৃহম্পতিবার সকালে ভোমরা স্থলবন্দর পরিদর্শন করেন তিনি।এসময় বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানান ভোমরা ল্যান্ডপোর্টের উপপরিচালক(প্রশাসন) জনাব মো:রেজাউল করিম। পরে বন্দরের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অতিরিক্ত ডিআইজি একেএম নাহিদুল ইসলাম এঁর সভাপতিত্বে কেপিআই সার্ভে কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় কেপিআই জরিপ কমিটির সদস্য ও ভোমরা স্থলবন্দর স্থাপনাটির প্রধান হিসেবে উপ-পরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল করিম, পুলিশ সুপার, সাতক্ষীরার প্রতিনিধি হিসেবে সাতক্ষীরা সদর সার্কেলের এডিশনাল এসপি জনাব মেরিনা আক্তার, গোয়েন্দা সংস্থা এনএসআই, সাতক্ষীরা এর সহকারী পরিচালক ও ডিজিএফআই এর কর্মকর্তা/প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এ সময় সাতক্ষীরা সদর থানার অফিসার্জ ইনচার্জ (ওসি) জনাব মোস্তাফিজুর রহমান, বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) জনাব মাহমুদুল হাসান, বাস্থবক এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি ও ট্রাফিক পরিদর্শক জনাব জাবেদী বিল্লাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ক্যাম্প ইনচার্জ, ভোমরা ইমিগ্রেশন চেক পোস্ট এর ইনচার্জ, সিকিউরিটি সুপারভাইজার এবং সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।