ভোমরা ল্যান্ডপোর্ট স্থলবন্দর থেকে অক্টোবর/২০১৮ মাসে পোর্ট ডিউটি হিসাবে সরকারী কোষাগারে আয় হয়েছে ১ কোটি ৬৬ লক্ষ ৬৫ হাজার ৪৪৯ টাকা।ভোমরা ল্যান্ডপোর্টের উপ-পরিচালক(প্রশাসন) ও (অতিরিক্ত দায়িত্বে) উপ-পরিচালক(ট্রাফিক) জনাব মোঃ রেজাউল করিম ভোমরা স্থল বন্দরের প্রশাসনিক ভবনের সন্মেলন কক্ষে মাসিক সভায় এ তথ্য নিশ্চিত করেন।মাসিক সভায় তিনি বলেন অক্টোবর মাসে ৮ কর্মদিবস সরকারী ছুটি ছিল।তার মধ্যে হরতালে ২ দিন,শারদীয় দূর্গাপূজায় ৫ দিন ও গান্ধিজির জন্ম দিনে ১ দিন, সর্বমোর্ট ৮ দিন সরকারী ছুটি থাকা সত্বেও আমাদের বন্দরে ভারত থেকে ৭,৭০৩টি পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে।যাহার বন্দর মাশুল (পোর্ট ডিউটি) হিসাবে সরকারী কোষাগারে ১ কোটি ৬৬ লক্ষ ৬৫ হাজার ৪৪৯ টাকা জমা হয়েছে।
সভায় ট্রাফিকের উপ-পরিচালক ও বন্দর উপ-পরিচালক(প্রশাসন) জনাব রেজাউল করিম আপডেট সাতক্ষীরা ডটকম কে বলেন,আমি গত ৩ অক্টোবর ২০১৮ তারিখে বেনাপোল স্থল বন্দর থেকে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক (প্রশাসন)যোগদান করেছি।আমি যোগদানের পর থেকে বন্দরের ট্রাকগুলোর অটোমেশন করার জন্য ইতিমধ্যে উদ্ধর্ত্তন কতৃপক্ষ কে অবগত করেছি ।আশাকরি খুব দ্রুত আমরা বন্দরের ট্রাকগুলোর অটোমেশন সম্পন্ন করতে পারবো।সভায় ল্যান্ড পোর্টের ডিডি আরো বলেন,বন্দরে পণ্যবাহী ট্রাকগুলো রাখার জন্য একটি টার্মিনাল তৈরি করার প্রয়োজন।পাথর ভর্ত্তি ট্রাকগুলো রাস্তার উপরে রাখার কারনে প্রতিনিয়ত ভোমরা স্থল বন্দরের জিরো পয়েন্ট থেকে বন্দরের বাঁশকল পর্যন্ত প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে।
সভায় ল্যান্ডপোর্টের ট্রাফিক ইন্সপেক্টর মোঃ সফিকুল ইসলাম খাদেম,ট্রাফিক পরিদর্শক নাহিদুজ্জামান,বন্দরের হিসাব রক্ষক আমিনুল ইসলাম শামিম,বন্দরের নিরাপত্তায় নিয়োজিত এ বি পি এনের এএসআই সহ বন্দরের সকল স্থরের কর্মকর্তা ও কর্মচারীগণ মাসিক সভায় উপস্থিত ছিলেন।সভায় নবাগত উপ-পরিচালক বন্দরের সি এন্ড এফ এ্যাসোসিয়েশনের নেতাদের সার্বিক সহযোগিতা কামনা কামনা করে সভার সমাপ্তি ঘটান।