মন্ত্রিপরিষদ সচিব হলেন কবির বিন আনোয়ার : অভিনন্দন জানালেন যাঁরা

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 296 দর্শন

 

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। তিনি বর্তমান মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

আজ রোববার তাঁকে নতুন মন্ত্রিপরিষদ সচিব করা হয়েছে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার ২০২০ সালের ২৯ জুন পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হন। বিসিএস সপ্তম ব্যাচের (প্রশাসন) ক্যাডারের এ কর্মকর্তা ২০১৮ সালে পদোন্নতি পেয়ে সচিব হয়েছিলেন।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব কবির বিন আনোয়ারের জন্ম ১৯৬৪ সালে সিরাজগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে এমএ ডিগ্রি নেওয়ার পরে এলএলবি ডিগ্রিও অর্জন করেন।

মাঠপ্রশাসন ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলেন কবির। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগের আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকের (প্রশাসন) দায়িত্ব পালন করেন তিনি।

এদিকে মন্ত্রীপরিষদ সচিব হওয়াতে কবির বিন আনোয়ার কে অভিনন্দন জানিয়েছেন সাবেক সিনিয়র সচিব এসডিএফ চেয়ারপার্সন মো: আবদুস সামাদ,পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান,জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি শাখার অতিরিক্ত সচিব আবুল কাশেম মো: মহিউদ্দিন, পরিকল্পনার যুগ্ম সচিব শামিম আহমেদ,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুলতান আলম,ঢাকা উত্তর সিটি কর্পারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব আ,ন,ম তরিকুল ইসলাম,বরিশাল সিটি কর্পারশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, উপসচিব মোস্তফা কামাল, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির সহ বাংলাদেশ এডমিনিস্ট্রেট সার্ভিস এ্যাসোসিয়েশনের সকল কর্মকর্তা গণ ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন