ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন জামালপুরের এসপি কামরুজ্জামান

দ্বারা zime
০ মন্তব্য 256 দর্শন

 

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন জামালপুরের পুলিশ সুপার মো: কামরুজ্জামান বিপিএম।সোমবার (২২ জানুয়ারি) সকালে টায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার) এঁর সভাপতিত্বে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয় সভা কক্ষে ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় ময়মনসিংহ রেঞ্জের ডিসেম্বর/২০২৩ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছেন জামালপুর জেলার  পুলিশ সুপার  মোঃ কামরুজ্জামান, বিপিএম।

উক্ত পর্যালোচনা সভায় শুভেচ্ছা স্মারক ও সার্টিফিকেট প্রধান করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার)।

অপরাধ পর্যালোচনা  সভায় এসময় ময়মনসিংহ রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তা, রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার সহ বিভিন্ন ইউনিটের ইউনিট প্রধানগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শেরপুর পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, এ সম্মাননা জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন