মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে।
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ ২৬ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪’ উপলক্ষে সাতক্ষীরা জেলার খুলনা রাস্তার মোড়ে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।
শ্রদ্ধা জ্ঞাপনকালে এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ বেলায়েত হোসেন, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরা, মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), মীর আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল),সাতক্ষীরা সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ,বীর মুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ।