মীর আবুবকর : কমিউনিটি পুলিশিং কমিটি তৈরি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। এখন জনগণের সাথে সরাসরি পুলিশের সুসম্পর্ক তৈরি হয়েছে। ছোটখাটো বিষয় নিয়ে থানায় না এসে চাইলেই পুলিশিং কমিটির মাধ্যমে সমাধান করা যায়। সমাজের সম্মানিত পরিবারের উচ্চ শিক্ষিত ছেলে মেয়েরা বর্তমানে পুলিশের চাকরি করছে। কয়েক বছর পূর্বের পুলিশ আর বর্তমান পুলিশের মধ্যে ব্যাপক পরিবর্তন হয়েছে।
সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে কমিউনিটি পুলিশিং-ডে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ পুলিশের ভূমিকা প্রশংসানীয়। দেশের জন্য বহু পুলিশের জীবন দিতে হয়েছে। বাংলাদেশের সকল নাগরিকের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের। পুলিশ জেলায় মাদক নিয়ন্ত্রন, শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সুনাম অর্জন করেছে। বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে পুলিশের অংশিদার রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে পরিনত হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাঃ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতী।
এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো:সজীব খান,সদর ওসি দেলোয়ার হুসেন,ডিবির ওসি ইয়াছিন আলম চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মনোয়ার হোসেন, সরকারি কলেজের উপাধ্যক্ষ আমানুলাহ আল হাদী, জেলা আ’লীগের যুগ্ন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জেলা মহিলা আ’লীগের সাঃ সম্পাদক জ্যোৎস্না আরা সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ, ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে সভা স্থলে কেক কেটে কমিউনিটি পুলিশিং কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।