মাহফিজুল আককাসঃ সৎসঙ্গের প্রাণ-পুরুষ যুগপুরুষোত্তম  পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনূকূলচন্দ্রের শুভ ১৩১তম আবির্ভাব বর্ষস্মরণ মহোৎসব এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় ১৩ নং লাবসা ইউনিয়নের মাগুরা দাশপাড়া নির্মাণাধীন সৎসঙ্গ শ্রীমন্দির প্রাঙ্গণে শ্রীশ্রীঅনূকূলচন্দ্র সৎসঙ্গ সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে জেলা সৎসঙ্গ’র সভাপতি অসিত কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সফল হয়েছেন। অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ আজ দূর্বার গতিতে এগিয়ে চলেছে। সকল ধর্মের মানুষ স্ব-স্ব ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছে।’
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিমাইতপুরধাম পাবনার কেন্দ্রীয় আশ্রমের সভাপতি ড. রবীন্দ্রনাথ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারি পরিচালক অপূর্ব আদিত্য, জেলা হিন্দু-বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, অধ্যাপক ভূধর চন্দ্র সরকার, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এপিপি এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ মো. আব্দুল হান্নান, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, মাগুরা দাশপাড়া সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি দিবস চন্দ্র রায়, পৌর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর সার্বজনীন পূজা মন্দিরের সাধারণ সম্পাদক কিরণ¥য় সরকার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুকৃতি কুমার রায় ও সাহিত্য সম্পাদক দীপাসিন্ধু তরফদার।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন