মাগুরা জেলা পরিদর্শন করলেন খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক

দ্বারা zime
০ মন্তব্য 15 দর্শন

 

মাগুরা জেলা পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো: রেজাউল হক পিপিএম।সোমবার সকালে মাগুরা সার্কিট হাউজে পৌছালে রেঞ্জ ডিআইজি কে ফুল দিয়ে স্বাগত জানান মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা,বিপিএম।এসময় রেঞ্জ ডিআইজি কে মাগুরা জেলা পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে।

পরে মাগুরা পুলিশ লাইন্স ড্রিল শেডে রেঞ্জ ডিআইজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাগুরা জেলার সকল অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভায় অংশ নেন। কল্যাণ সভায় বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা রেঞ্জ ডিআইজির নিকট পেশ করেন। ডিআইজি সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রত্যেকটি সমস্যা সমাধানের ব্যাপারে সকলকে আশ্বস্ত করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, মাগুরা মিনা মাহমুদা,বিপিএম।

পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় অংশগ্রহন করেন রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম । এসময় তিনি উপস্থিত মাগুরা জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং সার্কেল সমূহের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সাথে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

ডিআইজি স্যারের সার্বক্ষণিক সাহচার্যে উপস্থিত ছিলেন তোফায়েল আহাম্মেদ, পুলিশ সুপার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স), খুলনা রেঞ্জ,  এ.এস.এম মুক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা, মোঃ মিরাজুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মাগুরা, মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল), মাগুরা, মোঃ রাফিউল রহমান, সিনিঃ এএসপি (স্টাফ অফিসার টু ডিআইজি) সহ মাগুরা জেলার অন্যান্য অফিসার এবং ফোর্সবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন