………………………………………………………………………………….
সিটিজেন জার্নালিস্ট(জিমি)::
২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে বুধবার সন্ধায় সাতক্ষীরা শহীদ আব্দুর
রাজ্জাকপার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দীন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথির বক্তৃতা করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ মুনসুর আহমদ, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, পুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: জাকির হোসেন, জেলা প্রশাসকের সহধর্মীনি মিসেস সেলিনা আফরোজ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমার, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ।
আলোচনা সভাশেষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্ধ । পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সাতক্ষীরার ঐতিহ্যবাহী বর্ণমালা একাডেমীর শিশুশিল্পীরা আকর্ষনীয় মনোমুগ্ধকর নৃত্য প্রদর্শন ও দেশত্ববোধক গান পরিবেশন করেন।সংস্কৃতিক অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক ও সদ্য পদন্নতি প্রাপ্ত যুগ্ম সচিব জনাব আবুল কাশেম মোঃমহিউদ্দিন এঁর একমাত্র কণ্য নিহা আফরোজ ভাষা দিবসের অসাধারন একটি গান “জন্ম আমার ধন্য হলো” গানটি পরিবেশন করে অনুষ্ঠানে আগত শত মানুষ কে মুগ্ধ করে তোলেন।
তথ্যঃসাতক্ষীরা টাইম্স ২৪ ডটকম।