সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার বলেছেন,মাদ্রাসার শিক্ষার্থীদের দেশের স্বাধীনতা সম্পর্কে জানতে হবে,দেশের পতাকা,মুক্তিযুদ্ধের ইতিহাস,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবনী,দেশ স্বাধীনে জাতির পিতার ভূমিকা সম্পর্কে প্রত্যেক মাদ্রাসার শিক্ষার্থীকে শিক্ষা দিতে হবে। পুলিশ সুপার বলেন,মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মের নামে জঙ্গী/মৌলবাদী তৈরি করা যাবে না।মাদ্রাসা শিক্ষার্থীরা হাফেজী পড়ছে তারা কোরআনের হাফেজ হয়ে মসজিদের ঈমামতি করবে ভালো চাকরী করবে কিন্তু কোনো রাষ্ট্রবিরোধী সংগঠনে জড়াতে পারবেনা।

সোমবার সকালে তালা থানাধীন লক্ষণপুর গ্রামের আনছার মাহমুদ এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর শিক্ষার্থীর জন্য কম্বলের সু-ব্যবস্থা করে এতিমখানা কর্তৃপক্ষের নিকট প্রদান করার সময় এসব কথা বলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।এসময় জেলা পুলিশের উদ্ধর্ত্তন কর্মকর্তাগণ সহ সংশ্লিষ্ট মাদ্রাসার প্রিন্সিপ্যাল উপস্থিত ছিলেন। 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন