জাকির হোসেন টিটু:  মানবতায় দৃষ্টান্ত স্থাপন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।সোমবার সকালে পুলিশ সুপার সাতক্ষীরা সদর হাসপাতালে যান সড়ক দূর্ঘটনায় পিতা হারা আহত শিশু মরিয়ম কে দেখতে।এসময় তিনি অসুস্থ মরিয়মের জন্য ফল-পাঁকোড় কিনে নিয়ে যান এবং সড়ক দূর্ঘটনায় আহত মরিয়মের পরিবারের কাছে তার উন্নত চিকিৎসার জন্য নগত অর্থ প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।

প্রাসংঙ্গত:গতকাল সাতক্ষীরার লোকাল পত্রিকার মাধ্যমে পুলিশ সুপার জানতে পারেন কুকরালী গ্রামের মরিয়ম (৭), পিতা-মৃত হাবিব, সাং-কুকরালী (মাঝের পাড়া), থানা-সাতক্ষীরা তিনি সড়ক দূর্ঘনায় আহত হয়ে সাতক্ষীরা সদর হাসাপাতালে ভর্ত্তি আছেন।সংবাদটি দেখে পিতা হারা ছোট্ট শিশু মরিয়মের প্রতি পুলিশ সুপারের দৃষ্টি যায়। তার পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার ২৮ অক্টোবর সকালে সড়ক দূর্ঘটনায় আহত মরিয়ম কে দেখতে যান এবং তার উন্নত চিকিৎসার জন্য তার পরিবার কে আর্থিক সহযোগিতা করেন পুলিশ সুপার।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন