বাংলাদেশ পুলিশ পরিবারের ১০০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশন।
আজ ২৮ নভেম্বর, ২০১৯ বৃহস্পতিবার ১৯.০০ টায় রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।
শিক্ষাবৃত্তি-২০১৯ প্রদানের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন র্যাবের মহাপরিচালক ও বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশনের সভাপতি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
আলোকিত মানুষ তৈরি করতে হলে আমাদের সন্তানদের ভালো কাজে উদ্বুদ্ধ ও মোটিভেট করা প্রয়োজন জানিয়ে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেন, আমরা সবাই চাই আমাদের সন্তানরা যাতে আমাদেরকে ছাড়িয়ে যেতে পারে। পৃথিবীর সব জায়গায় আমরা জিততে চাই। শুধু এক জায়গায় ভিন্ন, আমরা সন্তানদের কাছে হেরে গিয়ে জিততে চাই। আজ আপনাদের সন্তানরা কৃতিত্বপূর্ণ রেজাল্ট করে আপনাদের গর্বিত ও সম্মানিত করেছে। শুধু জিপিএ ৫ বা গোল্ডেন এ প্লাস পেলে ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে মানবিক গুন সম্পন্ন মানুষ হতে হবে। সন্তানকে ভালো মানুষ হওয়ার মূল্যবোধ পিতা-মাতাকে শিক্ষা দিতে হবে। ভালো কাজগুলো আমাদের কাউকে না কাউকে শুরু করতে হবে। আমাদের সন্তানরা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে। তোমরাই বাংলাদেশ, তোমাদের আলোয় আমরা আলোকিত হবো।
বাংলাদেশের সকল ছেলে মেয়ে সমানভাবে লেখাপড়া করছে জানিয়ে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, জিপিএ-৫ পাওয়াটা লেখাপড়ার আসল উদ্দেশ্য না। ভালো মানুষ হওয়াটাই আসল উদ্দেশ্য। মানুষের অনেক ধরণের বুদ্ধিমত্তা আছে কিন্তু সবাই লেখাপড়া নিয়েই থাকে। শুধু লেখাপড়া নিয়ে থাকলে হবে না, অন্যান্য বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে। আমি পুলিশ পরিবারের একজন সন্তান হয়ে নিজেকে গর্বিত মনে করি। মানুষের মত মানুষ হও, দেখবে কেউ তোমাকে ফেলতে পারবে না।
শিক্ষাবৃত্তিপ্রাপ্ত সকলকে অভিনন্দন জানিয়ে সভাপতির বক্তব্যে ড. বেনজীর আহমেদ বলেন, তোমরা বেশি বেশি পড়াশুনা করবে এবং প্রত্যেকে বহুমাত্রিক গুণে গুণান্বিত হয়ে মানুষের মত মানুষ হবে। ভালোর কোন শেষ নেই। ভবিষ্যতে তোমরা আরো ভালো ফলাফল করবে এমন প্রত্যাশা থাকবে।
মোট পাঁচটি ক্যাটাগরিতে ১০০ জন বাংলাদেশ পুলিশ পরিবারের কৃতি শিক্ষার্থীদের বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি ২০১৯ প্রদান করা হয়। যার মধ্যে পিইসি ২২ জন, জেএসসি ২০ জন, এসএসসি/ও লেভেল ২৫ জন, এইচএসসি/এ লেভেল ১৮ জন এবং উচ্চ শিক্ষায় অনুপ্রাণিত করার জন্য ১৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেয়া হয়। ২০১৮ সালে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশন নামের একটি ফাউন্ডেশন চালু করে। ফাউন্ডেশনটি চালুর পর প্রথমবারের মত ২০১৮ সালে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি প্রশাসন ড.মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম, সিআইডি প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোঃহাবিবুর রহমান,কাউন্টার টেরিরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান ,বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রলয় কুমার জোয়াদ্দার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।