যশোরের চৌগাছায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারণ জনগণকে বাড়িতে থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে মহড়া দেওয়া হয়েছে।


মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ  ও পুলিশ সুপার মুহাম্মদ  আশরাফ হোসেনের  নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে মহড়ায় দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল-মামুন হিমেল, সহকারি কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পাল, চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব, চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতি ও চৌগাছা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবাদত হোসেন, ব্যবসায়ী ও করোনা ফ্রি চৌগাছার উদ্যোক্তা ব্যবসায়ী হাসিবুল ইসলাম হাসিব, প্রমুখসহ সেনা, পুলিশ ও আনছার বাহিনীর সদস্যরা অংশ নেন।
মহড়ার সময় সনা সদস্যদের বহনকারী দুটি গাড়িতে বিভিন্ন নির্দেশনামূলক মাইকিং করা হয়।তাতে বলা হয় বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাহিরে আসবেন না এবং নিত্য প্রয়োজনীয় জিনিষের দোকানপার্ট বাদে অন্য সকল দোকলপার্ট বন্ধ থাকবে।   





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন