মেহেরপুরের মুজিবনগরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে ২ মাদকসেবিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধা সাড়ে ৭ টার সময় মুজিবনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দীন এবং মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাসেম যৌথভাবে বাগোয়ান মোড়ে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মাদক সেবন করার সময় বাগোয়ান গ্রামের গোরস্হান পাড়ার মৃত মিলন মোল্লার ছেলে জান্টু মোল্লা (৩০) এবং মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের মসজিদ পাড়ার মতিয়ার রহমান এর ছেলে সাহেব আলীকে (২২) ২ গ্রাম গাজাঁ সহ আটক করে।
এবিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল হাসেম আপডেট সাতক্ষীরা ডটকম কে জানান,মাননীয় প্রধান মন্ত্রী ও মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশনা মোতাবেক…. “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে”উক্ত শ্লোগান কে সামনে রেখে মুজিবনগর থানা পুলিশ দিনে ও রাতে পালাক্রমে মাদক ও জঙ্গী বিরোধী অভিযান অব্যহত রেখেছেন।তারই ধারাবাহিকতায় আমরা গতকাল দুই মাদক সেবী কে মাদক সহ হাতে নাতে গ্রেপ্তার করি।তিনি আরো জানান,
ধৃত আসামীদ্বয় কে ভ্রাম্যমান আদলত বসিয়ে আটক কৃত জান্টু মোল্লাকে মাদকদব্য নিয়ন্ত্রন আইনে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং সাহেব আলীকে ৩০০০ হাজার টাকা জরিমানা করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন