পুলিশের ভাবমূর্তি বাড়াতে আমরা কাজ করছি। থানা হবে মানুষের আশ্রয়স্থল। ভুক্তভোগীরা সর্বপ্রথম সাহায্যের জন্য থানায় আসেন। থানার কর্মকর্তাদের মানসিকতা, আচার-আচরণ ও ব্যবহার সর্বোত্তম হতে হবে। এ জন্য দেশের প্রায় ৭০০ থানার ওসিকে পুলিশ সদর দপ্তরে ডেকে এনে তাদের সঙ্গে সরাসরি কথা বলেছি ও তাদের কথা শুনেছি। আমরা জনগণের পুলিশ হতে চাই, মানবিক পুলিশ হতে চাই। মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। এই স্লোগান ধারণ করে আমরা কাজ করছি।’

গতকাল শনিবার সকাল ১০টায় রাজারবাগে পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির ৩৭তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)  ।


মাদক, জঙ্গি, সন্ত্রাস ও ইভ টিজিংয়ের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানিয়ে সভায় আইজিপি বলেন, ‘বর্তমানে সারা দেশে যেভাবে মাদক ছড়িয়েছে, সে ক্ষেত্রে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হিসেবে আপনাদের দায়িত্ব রয়েছে। সকলে যার যার অবস্থান থেকে মাদক, জঙ্গি, সন্ত্রাস ও ইভ টিজিংয়ের বিরুদ্ধে কাজ করুন।’





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন