মুজিববর্ষ উপলক্ষে জেলা পরিষদ বেকারত্ব দূরীকরণে জেলার ১শ’ পরিবারকে সচ্ছল করতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে-জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম
মাহফিজুল আক্কাস   : মুজিববর্ষে সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলামের বিশেষ উদ্যোগ জাতির পিতার জন্ম শতবর্ষে শত সচ্ছল পরিবার’ কর্মসূচি উপলক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমানের সভাপতিত্বে প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘মুজিববর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ, যাত্রী ছাউনী নির্মাণ, ৬মাস ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে জেলা পরিষদের পক্ষ থেকে বেকারত্ব দূরীকরণে জেলার ১শ’ পরিবারকে সচ্ছল করতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার দেশের মানুষকে সুখে শান্তিতে রাখা। সে লক্ষ্যেই মুজিববর্ষে ব্যাপক কর্মপরিকলাপনা গ্রহণ করেছেন।’

প্রেস ব্রিফিং এ আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য মো. আল ফেরদাউস আলফা, মো. ওবায়দুর রহমান লাল্টু, রোজিনা পারভীন, মহিতুর রহমান, ফ্রিল্যান্সিং ট্রেনার শেখ ইমরান হোসেন প্রমুখ। উন্মক্ত আলোচনায় বক্তব্য রাখেন সাংবাদিক এম কামরুজ্জামান, সাংবাদিক বরুণ ব্যানার্জী, আহ্ছানুর রহমান রাজীব, ইয়ারব হোসেন, মো. আব্দুল জলিল, আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন