সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এ মুজিববর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলায় ১৪০০ জন IT Expert প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এঁর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, এই উদ্যোগের মাধ্যমে সাতক্ষীরা জেলাতে তথ্য-প্রযুক্তির জ্ঞান সমৃদ্ধ বিশাল একটি কর্মক্ষম তরুণ প্রজন্মের তৈরি হবে।
প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন কর্মমুখী শিক্ষার উপর জোর দিতে হবে। সময়ের সাথে তাল মিলিয়ে তথ্য-প্রযুক্তির জ্ঞান অর্জন করতে পারলেই কেবল বিশ্ববাজারে টিকে থাকা যাবে।এসময় জেলা প্রশাসকের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানান বিভাগীয় কমিশনার।
বিভাগীয় কমিশনার এসময় প্রশিক্ষণার্থীদের মনোযোগের সাথে প্রশিক্ষণ গ্রহণের পরামর্শ দেন এবং আশা প্রকাশ করেন এই প্রশিক্ষণার্থীরা দেশের সম্পদে পরিণত হবে।এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরার পাশাপাশি ডিজিটাল সাতক্ষীরা ও গঠিত হবে।