মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত সাহিত্য সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে সাতক্ষীরা শহরের লেকভিউ কনভেনশনে সাহিত্য সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠান কে প্রাণবন্ত করেছেন সাতক্ষীরা জেলার সাবেক সফল জেলা প্রশাসক, সাবেক খুলনা বিভাগীয় কমিশনার, সাবেক সিনিয়র সচিব নৌপরিবহন মন্ত্রনালয় ও এসডিএফ চোয়ারপার্সোন কবি মো: আবদুস সামাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ডা.আবুল কালাম বাবলা।জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে কথা সাহিত্যক হোসেন উদ্দিন হোসেন,কথা সাহিত্যক প্রফেসর আব্দুল মান্নান, ভাষা গবেষক কাজী মুজাম্মদ অলিউল্লাহ, সাহিত্যিক গাজী আজিজুর রহমান,কথা সাাহিত্যিক জাকির তালুকদার,কবি ফারুক মাহামুদ ও প্রবীণ সচংবাদিক সুভাস চৌধুরী প্রমুখ।