মুনজিতপুর লম্বা টালির সামনে থেকে দিনে দুপুরে পালসার মটোরসাইকেল চুরি : থানায় অভিযোগ

দ্বারা zime
০ মন্তব্য 83 দর্শন

 

সাতক্ষীরা শহরের মুনজিতপুর লম্বাটালির সামনে অবস্থিত আমিনুরের বাড়ির গ্যারেজ থেকে দিনে দুপুরে একটি কালো রং এর ১৫০ সিসি পালসার মটোরসাইকেল চুরি হয়েছে।

বৃহম্পতিবার আনুমানিক সকাল ৯-১০ টার ভিতরে বাড়ির গ্যারেজ থেকে তালা ভেঙ্গে গাড়িটি চুরি করে নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা।ভুক্তভোগী আমিনুর জানান,আমি সকালে ভাত খাচ্ছিলাম। ভাত খেয়ে বাহিরে এসে দেখি মটর সাইকেল নেই।ভুক্তভোগী আরো জানান,আমি গাড়ি চুরির বিষয়ে থানায় মামলা করতে গিছিলাম কিন্তু ডিউটি অফিসার বলেছে অভিযোগ দিতে। সেকারনে থানায় অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে সাতক্ষীরা কাটিয়া ফাঁড়ির আইসি পরিদর্শক উজ্জল মিত্র জানান,একটি চুরির অভিযোগ পেয়েছি।অভিযোগটি আমলে নিয়ে তদন্ত চলছে। আশাকরি দ্রুত সময়ের ভিতরে চোর সনাক্ত করতে পারবো।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন