মেহেরপুরে প্রতিবন্ধি ও এতিম শিশুদের মাঝে শিক্ষা বৃত্তি ও উপকরন বিতরণ করা হয়। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বৃত্তির চেক তুলে দেন।

জেলার বিভিন্ন এলাকার চার শিক্ষার্থীর মাছে ১৬ হাজার টাকার চেক তুলে দেন। পরে মেহেরপুর পৌর এলাকার প্রতিবন্ধি শিক্ষাথীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক ও সরকারী শিশু পরিবারের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। মেহেরপুর জেলা প্রশাসক জনাব মোঃ আতউল গণির  উদ্যোগে সমাজ সেবা অধিদপ্তরের সহযোগীতায় মেহেরপুর পৌর এলাকার প্রতিবন্ধি শিক্ষাথীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক ও সরকারী শিশু পরিবারের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পৌর এলাকার ৭১ জন শিক্ষাথীর মাঝে ৮ লক্ষ ৪৭ হাজার ৮৫০ টাকার চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক মো: আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন সমাজ সেবার ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো: আবু তালেব। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তৌফিকুর রহমান, সদর উপজেলার নির্বাহি অফিসার মো: মাসুদুল আলম প্রমুখ ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন