বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য ক্ষণগণনা শুরু হয়েছে আজ। মেহেরপুরের মুজিবনগরে এনিয়ে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স চত্বরে বিপুল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিশাল সমাবেশ । যেহেতু এই দিনে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ফিরে আসেন সেজন্য তাঁর জন্ম শতবার্ষিকীর ক্ষণগনণাও শুরু হচ্ছে আজ থেকে।

সরকার ঘোষিত ‘মুজিব বর্ষের’ ক্ষণগণনা উপলক্ষে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স চত্বরে বিশাল সমাবেশের মধ্য দিয়ে ক্ষণগণনা শুরু করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গণি, পুলিশ সুপার এসএম মুরাূ আলী, জেলা ও দায়রা জজ এস এম আব্দুস সালাম, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি, মুজিবনগর থানার ওসি আবদুল হাশেম,  ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা সহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ সেখানে উপস্থিত হন।

এর আগে দুপুর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যানার ফেস্টুন নিয়ে শোভাযাত্রা সহকারে মুজিবনগর স্মৃতিসৌধের পাশে এসে সমবেত হন । পরে সেখানে ক্ষণ গণনা তারিখ জ্বলে ওঠার সাথে সাথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন