জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেয়র কাপ আন্তঃবিভাগীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার সামপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ (রবিবার) রাত নয়টায় খুলনা অফিসার্স ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এতে প্রধান অতিথি ছিলেন।
প্রধান অতিথি সিটি মেয়র বলেন, সুস্থ থাকার জন্য সকলের খেলাধুলা করা প্রয়োজন। যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে ফিরিয়ে আনতে খেলাধুলা বিশেষ গুরুত্ববহন করে। মুজিববর্ষে আমরা আরো খেলাধুলার আয়োজন করবো।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে এসময় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুবাস চন্দ্র সাহা, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, মুক্তিযোদ্ধা প্রমুখ উপস্থিত ছিলেন। খুলনা অফিসার্স ক্লাবের ব্যবস্থাপনায় জেলা প্রশাসন এই টুর্নামেন্টের আয়োজন করে।
টুর্নামেন্টে খুলনা, ঢাকা, বরিশাল ও রংপুর এই চারটি বিভাগ ও খুলনার ১০টি জেলা থেকে আগত ৩২টি টিম অংশ নেন। ফাইনাল খেলায় খুলনা সিটি কর্পোরেশনকে পরাজিত করে যশোর জেলা চ্যাম্পিয়ন হয়।
পরে মেয়র চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের মাঝে প্রাইজমানি ও ট্রফি বিতরণ করেন।