মৌতলা ইউনিয়ন পরিষদ এখন সম্পূর্ন ডিজিটালাইজ্ড!!

দ্বারা zime
০ মন্তব্য 166 দর্শন

কালিগজ্ঞ প্রতিনীধি টুটুলঃ
উন্নয়ের ছোয়া লেগেছে সাতক্ষীরার কালিগজ্ঞ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে। প্রতিটি কলেজ এমপিও ভুক্ত হওয়ার সাথে সাথে কলেজ গুলোর অবকাঠামো গত উন্নয়ন ও শিক্ষার মান ধারাবাহিক ভাবে বৃদ্ধি পাচ্ছে।উদাহরন দিয়ে বলা যায় মৌতলা ইউনিয়ন পরিষদের ভিতরে ঢুকলেই ডিটিজাল বাংলাদেশের কিছু বাস্তব চিত্র উপলব্ধী করা যায়।ইউনিয়ন পরিষদ টি নিজের হাতে অক্লান্ত পরিশ্রম করে ডিজিটালাইজ্ড করেছেন কালিগজ্ঞ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বর্ত্তমান মৌতলা ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের সাতক্ষীরার কালিগজ্ঞ উপজেলার নির্বাচিত সাধারন সম্পাদক জনাব সাঈদ মেহেদী।

তিনি তার ইউনিয়ন পরিষদের ভিতরে সিটিজেন চার্টার সহ বিগত বৎসরের কার্যক্রম গুলো আপডেট করে পিপি পোষ্টারে টানিয়ে রেখেছেন।যেটাতে পরিষদের সৌন্দয্য বৃদ্ধি হয়েছে।জনগন কোন কিছু জানতে চাইলে, কারো কাছে কোন প্রশ্ন করা লাগেনা,, সোজা দেওয়ালে টানানো
নোটিশ বোড ফলো করলেই এ টু জেড সব তথ্যাদি জানা যায়।স্থানীয় সরকারের প্রতিনীধি হিসাবে তিনি তার সকল কর্মকান্ডের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষে উক্ত কাজগুলো করে থাকেন।

‌আজ ২৩/১১/২০১৭ তারিখ আনুঃবেলা ১১টার দিকে শিমু-রেজা ক‌লে‌জের নির্মানাধীন রাস্তা তৈরির কাজক্রম পরিদর্শন করতে যান তিনি।কাজের গুনগত মান দেখার জন্য তিনি হঠাৎ হঠাৎ কাউকে কিছু না জানিয়ে সেখানে পরিদর্শনে যান।

উল্লেখ্য ২০১৭ সালের ২৪ ই ফ্রেব্রুয়ারী খ্রিস্টাব্দ তারিখে খুলনা সার্টিক হাউজ মাঠে ডিজিটাল উদ্ভোবনী মেলায় বিভাগীয় কমিশনার কতৃর্ক খুলনা বিভাগের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসাবে তিনি মনোনীত হয়েছিলেন







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন