♠♠♠♠
কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।

১৫আগস্ট (বুধবার) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।

পরে বের হওয়া শোক র‌্যালি কলারোয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন।

র‌্যালি ও আলোচনা অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহম্মদ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফা, সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী গাজী, পৌরসভার প্যানেল মেয়র মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক আব্দুর রবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও জনপ্রতিনিধি, শিক্ষা ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দুপুরে কাঙালি ভোজের আয়োজন করা হয়।

এদিকে, বাংলাদেশ স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদৎ বার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় কলারোয়া থানা মসজিদে দোয়া মাহফিল শেষে তোবারক বিতরণ করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মদ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন