সিটিজেন জার্নালিষ্ট, সাতক্ষীরা: আজ মহান বিজয় দিবস।আজ বাঙালী জাতির জন্য গর্বের দিন।খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় খুলনা গল্লামারী স্মৃতিসৌধে সূর্যোদয়ের সাথে সাথে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন খুলনা বিভাগীয় কমিশনার জনাব মো: লোকমান হোসেন মিয়া,খুলনা রেঞ্জ ডিআইজি জনাব মো:দিদার আহম্মদ,খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মো: হুমায়ুন কবির,অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফারুক খান,অতিরিক্ত ডিআইজি মো:হাবিবুর রহমান,অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল ইসলাম,জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন,খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ,অতিরিক্ত জেলা প্রশাসক মো:জিয়াউর রহমান প্রমুখ।

এরপর খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও কবুতর উড়িয়ে প্রধান অতিথি ও বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বিজয় দিবসের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন। সকাল সোয়া ৮ টায় খুলনা স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত, পুলিশ, বিএনসিসি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীর প্রর্দশনী, রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এরপর জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, পানিতে হাঁসধরা প্রতিযোগিতা সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে খুলনা জেলা প্রশাসন।

বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খুলনা এবং সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খুলনা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন