পুলিশ মেমোরিয়াল স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার। আজ পহেলা মার্চ ২০২২খ্রিষ্টাব্দ তারিখ সকালে  পুলিশ মেমোরিয়াল ডে-২০২২ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ লাইন্সের স্মৃতিস্তম্ভে ফুলের ডালি দিয়ে  বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা জেলা  পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার)।

পরে সাতক্ষীরা   ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার)  মোহাম্মদ বেলায়েত হোসেন স্মৃতিস্তম্ভে ফুলের ডালি দিয়ে  বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।অতপর পিবিআই সাতক্ষীরা এর অতিরিক্ত পুলিশ সুপার মীর মোঃ শাফিন মাহমুদ  সহ সিআইডি, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশের প্রতিনিধিবৃন্দ স্মৃতিস্তম্ভে ফুলের ডালি দিয়ে  বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। 

একই দিন দুপুরে মরহুম পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ লাইন্সের ড্রিলসেডে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভা শেষে  মরহুম পুলিশ সদস্যদের পরিবার (স্ত্রী-সন্তান-মাতা-পিতা) দের  সম্মাননা স্মারক এবং উপহার প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার। 

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার এঁর  সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন)  মো: ইকবাল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার কালিগজ্ঞ সার্কেল মো: আমিনুল ইসলাম,দেবহাটা সার্কেল সিনিয়র এএসপি এসএম জামিল আহমেদ,জেলা ট্রাফিক পুলিশের টিআই(এডমিন) শ্যামল কুমার চৌধুরী, সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবীর, জেলা ডিবির ওসি বাবুল আক্তার,তালা থানার ওসি জিহাদ খান, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, কালিগজ্ঞ থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা সহ সকল থানার অফিসার ইনচার্জ গণ সহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ আত্মীয়-স্বজন, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন