যশোরের খাজুরা পুলিশ যশোর-মাগুরা মহাসড়ক থেকে ৯০ বোতল ফেনসিডিল, প্রাইভেটকারসহ একজনকে গ্রেফতার করেছে। খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদুর রহমান জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা কালো রংয়ের স্টেশন ওয়াগান প্রাইভেটকার (খুলনা মেট্রো-খ-১১-০০২০) গোপন সংবাদের ভিত্তিতে গতিরোধের সিগন্যাল দিলে তাকে ধাওয়া করে। খাজুরা ফিলিং স্টেশনের সামনে থেকে তল্লাশি করে প্রাইভেট কারের ড্যাশ বোর্ডের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় গাড়ির ড্রাইভার ও মাদক ব্যবসায়ী যশোরের শার্শা উপজেলার বেনাপোল কাগজপুকুর গ্রামের জিন্নাত মোড়লের ছেলে মাসুদ রানাকে গ্রেফতার করে।

বুধবার থেকে সপ্তাহব্যাপী খুলনা রেঞ্জের প্রতিটি জেলায় পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। প্রথম দিনেই বাঘারপাড়া থানার খাজুরা পুলিশ ফাঁড়ির বিশেষ সাফল্যে পুলিশ প্রশাসন ছাড়াও খাজুরা এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। ইতঃপূর্বে বাঘাপাড়া উপজেলাকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা করেছে বাঘারপাড়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন