যশোরের বেনাপোল থেকে অস্ত্র, মাদকসহ আব্দুল করিম ও হাসানুজ্জামান নামে দুজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে দুপুরে ডিবি কার্যালয় সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি মারুফ আহম্মদ।
ডিবির ওসি জানান, যশোর জেলা পুলিশ সুপার মোঃমঈনুল হক বিপিএম (বার)পিপিএম এর নির্দেশনা মোতাবেক আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে। তার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের কাস্টম হাউজ এলাকায় অভিযান চালানো হয়।
এসময় কাস্টম হাউজের সামনে থেকে আব্দুল করিম মাস্টারকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও ৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তার সহযোগী হাসানুজ্জামান হাসানের কাছে পাওয়া যায় আরো ২০ পিচ ইয়াবা।
আটক আব্দুল করিম পোর্ট থানা এলাকার ভবের বেড় এলাকা ফরিদ মাস্টারের ছেলে। আটক অপরজনের বাবা গোলাম মোস্তফা। তার বাড়ি শার্শার রাজনগর এলাকায়। তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।