যশোর জেলা পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ এপ্রিল রোজ সোমবার সকালে জেলা পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে এ বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।যশোর জেলা পুলিশ সুপার জনাব মো:মঈনুল হক বিপিএম(বার)পিপিএম এঁর সভাপতিত্বে উক্ত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের নবনির্যুক্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ড.খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার)।
কল্যাণ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(এডমিন এন্ড ফিন্যান্স) জনাব মো:হাবিবুর রহমান বিপিএম(বার)।বিশেষ কল্যাণ সভায় সবাই কে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে রেঞ্জ ডিআইজি বলেন নতুন বৎসরে আমরা নতুন কিছু করতে চাই।মাননীয় প্রধান মন্ত্রী দেশ জুড়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন।আমরা সে লক্ষ নিয়েই কাজ করছি।আমরা চাই যশোর সহ খুলনা বিভাগের দশটি জেলায় কোন মাদক ব্যবসায়ী থাকবেনা।তিনি বলেন মাদকের পাসাপাসি যশোরের মাটিতে কোন রকম জঙ্গিবাদ-সন্ত্রাস ও চাঁদা বাজ থাকবেনা।সকল প্রকার অপরাধের বিরুদ্ধে পুলিশ কে জিরো টলারেন্স দেখাতে হবে।তিনি আরো বলেন কোন নিরিহ মানুষ কে হয়রানী করা যাবেনা।হয়রানী করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুপার মোহাম্মদ সালাউদ্দীন শিকদার(অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো:আনছার উদ্দিন(ডিএসবি),অতিরিক্ত পুলিশ সুপার(খ-সার্কেল) গোলাম রব্বানী শেখ পিপিএম,নাভারন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব জামাল আল নাসের,ক সার্কের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এসএম নাইমুর রহমান,মনিরামপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার জনাব মো:রাকিব হাসান,হেড কোয়াটার্সের সহকারি পুলিশ সুপার জনাব রাসেল ইমরান,জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ শেখ মারুফ আহমেদ,কোতয়ালী থানার ওসি জনাব অপূর্ব হাসান সহ জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জগণ বিশেষ কল্যাণ সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল, ২০১৯ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরে থাকা ডঃ খন্দকার মহিদ উদ্দিনকে খুলনা রেঞ্জের নতুন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ দিদার আহম্মদকে এন্টি টেররিজম ইউনিট ঢাকায় বদলি করা হয়েছে।