জেলা প্রশাসন, যশোর ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগীতায় বিভাগীয় কমিশনার অফিস, খুলনা কর্তৃক জেলা প্রশাসক, যশোর এর কার্যালয়ে ২৭ ও ২৮ আগস্ট দুই দিনব্যাপী উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

যশোর জেলার মনিরামপুর, কেশবপুর, শার্শা ও বাঘারপাড়া উপজেলা, নড়াইল জেলার কালিয়া উপজেলা এবং মাগুরা জেলার শ্রীপুর উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাহি অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগন এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক, যশোর জনাব মোহাম্মদ শফিউল আরিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোঃ আমিনুল ইসলাম খান।

এ কর্মশালায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর ৩য় ফেজে অন্তর্ভুক্ত উপজেলাসমূহের সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের প্রকল্প সম্মন্ধে সম্যক ধারণা প্রদান করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন