যশোরে নিউজ নেটওয়ার্ক আয়োজিত সাংবাদিকদের পাঁচদিন ব্যাপি ‘ঝুঁকি চিহ্নিতকরণ, সর্তককীরণ ও নিরাসনকরণ’ বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে মঙ্গলবার বাঁচতে শেখের কার্যালয়ে সনদপত্র বিতরণ করা হয়। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল।

নিউজ নেটওয়ার্কের প্রধান সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শহীদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ের সহযোগি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল।

নিউজ নেটওয়ার্কের যশোর অঞ্চলের কোর্ডিনেটর ফরাজী আহমেদ সাঈদ বুলবুলের সঞ্চলনায় এ সময় বক্তব্য রাখেন কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল ওহাব মুকুল, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি রাহুল রায় ও প্রতিদিনের কথার সাংবাদিক মার্গারেট রুপালী শিকদার। অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন