র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল শুক্রবার রাত সোয়া ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে মনিরামপুর থানাধীন আমিনপুর সরদারপাড়া এলাকায় ‘আনসার আল ইসলাম’ নামক নিষিদ্ধ জঙ্গী সংগঠনের সদস্য পলাতক আসামী মোঃ শাকিল হোসেন সাগর (১৯), পিতাঃ মৃত হাফিজুর রহমান, মাতাঃ মৃত-তাছলিমা বেগম, সাং-আমিনপুর সরদারপাড়া, থানা-মনিরামপুর, জেলা-যশোর‘কে হাতে নাতে গ্রেফতার করে। এসময় মোবাইল সেট, সিম, মেমোরী কার্ড ও উগ্রবাদী লিফলেট ২৮ পাতা উদ্ধার করা হয়।
উল্লেখ থাকে যে তাহার ব্যবহৃত মেমোরি কার্ডে প্রচুর পরিমানে উগ্রবাদী ভিডিও, পিডিএফ, উগ্রবাদী লিফলেট ও বিভিন্ন প্রকার ছবি সংরক্ষিত রয়েছে। গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ ঘোষিত ‘আনসার আল ইসলাম’ নামক সংগঠনের সদস্য বলে স্বীকারোক্তি প্রদান করে। সে প্রথমে ফেইসবুক ওউ-১.গড়যধসসবফ ঝধননরৎ, ওউ-২. সাব্বির, ওউ-৩. ংধননরৎ, ও এসধরষ-ওউ-১.ংযড়ৎফধৎংধননরৎ৬৭@মসধরষ.পড়স, এসধরষ-ওউ-২. সড়যধসসবফঝধননরৎ৩৯@মসধরষ.পড়স, এসধরষ-ওউ-৩. ংধননরৎৎধযসধহ০১@মসধরষ.পড়স এবং ইমো আইডি নাম-ঝধননরৎ, ব্যবহৃত সীম নং-০১৯৪৩৪৩৬৪৬৭, ঞবষবমৎধস আইডি নাম গফ গড়যধসসবফ অনফঁষষধ, ব্যবহৃত সীম নং-০১৯২৯৬৫৯৬৩৩। সে তার ভিন্ন ভিন্ন নামে আইডি খুলে অনলাইনে ‘আনসার-আল ইসলাম’ এর সদস্যদের সাথে যোগাযোগ করে ও এলাকার ইতোপূর্বে গ্রেফতারকৃত ‘আনসার-আল ইসলাম’ এর সদস্য আবু বক্কর সিদ্দিক এর মাধ্যমে উক্ত সংগঠনে যোগদান করে। সে তার বিভিন্ন আইডি থেকে অনলাইনের মাধ্যমে ‘আনসার আল ইসলাম’ নামক সংগঠনের সাথে কার্যক্রম পরিচালনা করে। পরবর্তীতে সে এই সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় মিটিং, উগ্রবাদী বই বিতরণ, অর্থ প্রদান ও আদায় এবং সংগঠনে সম্পৃক্ত হওয়ার জন্য দাওয়াত ও অন লাইনের মাধ্যমে বিভিন্ন কর্মকান্ডে স্বতঃস্ফুর্ত ভাবে অংশগ্রহন করে। তার বিরুদ্ধে পূর্বে যশোর জেলার মনিরামপুর থানায় মামলা নং-১৭, তারিখ-২০/০৭/১৯ খ্রিঃ, ধারাঃ সন্ত্রাস বিরোধী আইন ২০০৯(সংশোধনী/২০১৩) এর ৮/৯(৩)/১০/১২ ধারায় মনিরামপুর থানায় মামলার তদন্ত চলমান রয়েছে। আসামীকে যশোর জেলার মনিরামপুর থানায় সোর্পদ করা হয়েছে।

সূত্রঃ খুলনা টাইম্স ডটকম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন